ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ইসরাইলি হামলায় দামেস্ক বিমানবন্দর বিধ্বস্ত, দুই সিরীয় সৈন্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:১০, ২ জানুয়ারি ২০২৩

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অচল হয়ে পড়েছে। এতে অন্তত দুই সিরীয় সৈন্য নিহত হয়েছেন।

সিরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর আশপাশের এলাকাকে টার্গেট করে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টায় এ হামলা চালানো হয় বলে জানায় সামরিক বাহিনী এবং সরকারি বার্তা সংস্থা সানা।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, হামলায় দুই সৈন্য নিহত এবং অপর দুজন আহত হয়েছেন। কিছু বস্তুগত ক্ষতিও হয়েছে। আর বিমানবন্দরটি অচল হয়ে পড়েছে।

এ ব্যাপারে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এক বছরের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়ে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরটি অচল করে দেয়া হলো।

গত ১০ জুনে এমন এক হামলায় বিমানবন্দরের অবকাঠামো ও রানওয়েতে মারাত্মক ক্ষতি হয়েছিল। এর মেরামতে দুই সপ্তাহ লেগেছিল।

সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শত শত হামলা চালিয়েছে। তবে তারা এসব হামলার কথা সাধারণত স্বীকার করে না।

অবশ্য ইসরাইল স্বীকার করে যে সে লেবাননের হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত সশস্ত্র গ্রুপগুলোর ওপর হামলা চালায়।
সূত্র: আলজাজিরা
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি