ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৪ জানুয়ারি ২০২৩

সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে বুধবার দফায় দফায় গাড়ি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন। 

দেশটির নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানান। খবর এএফপি’র

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহি আদান বার্তা সংস্থা এএফপি’কে ফোনে জানান, সন্ত্রাসীরা আজ সকালে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে মাহাস শহরে হামলা চালিয়েছে। তারা একটি বেসামরিক এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালায়। এখন পর্যন্ত আমরা নয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি। 

আরও জানান, নিহতদের মধ্যে সকলেই বেসামরিক লোক। দুটি বিস্ফোরণে এরা নিহত হয়েছেন।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি