ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সমালোচনার মাঝেই ইরানে আরও ৩ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৭, ৯ জানুয়ারি ২০২৩

ছবি: রয়টার্স

ছবি: রয়টার্স

ইরানে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু ও পোশাকের বাধ্যবাধকতার বিরুদ্ধে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যের মৃত্যুর পর বিক্ষোভকারী আরও তিনজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। এমন সময় এই রায় ঘোষণা হল যখন এই বিষয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা চলছিলো। 

সোমবার ইরানের আইন মন্ত্রণালয় মৃত্যুদন্ডের রায়ের তথ্য জানিয়েছে। সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে, তারা আপিল করতে পারবেন বলে জানা গেছে। 

মৃত্যুদণ্ড পাওয়া তিন ব্যক্তি হলেন- সালেহ মিরহাশেমি, মাজিদ কাজেমি এবং সাইদ ইয়াগৌবি। তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন বলে জানানো হয়েছে দেশটির সরকারের পক্ষ থেকে। 

তিন মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে এখন পর্যন্ত ১৭ জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনের দণ্ড কার্যকর হয়েছে। অপর দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায়। তাদের আপিল খারিজ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আদালত।

এসবি/ 

Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি