ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ১০ জানুয়ারি ২০২৩

লাতিন আমেরিকার দেশ পেরুতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৬৮ জন।

বিক্ষোভকারীরা দক্ষিণ পেরুর পুনো শহরের সীমান্তবর্তী একটি বিমানবন্দর দখল করার চেষ্টা করলে সোমবার (৯ জানুয়ারি) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পুনো অঞ্চলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জুলিয়াকাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জের ধরে রক্তপাতের এই ঘটনা ঘটে। স্থানীয় ন্যায়পাল অফিসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোকে। পরে অল্প সময়ের ব্যবধানে তাকে বন্দি করা হয়। আর এরপর থেকেই রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে রয়েছে দেশটি।

অবশ্য অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরই মেক্সিকোর আশ্রয়ে চলে যেতে চেয়েছিলেন পেদ্রো। তবে তার দেহরক্ষীরা তাকে রাজধানী লিমার মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিতে বাধা দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস-প্রেসিডেন্ট দিনা বোলোয়ার্তে।

৬০ বছর বয়সী দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে কাস্টিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তারের পর দায়িত্ব গ্রহণ করা দিনা বোলোয়ার্তের পদত্যাগেরও দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এএফপি বলছে, বামপন্থি কাস্টিলোকে অপসারণে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বোলোয়ার্তের পদত্যাগ এবং অবিলম্বে নতুন নির্বাচন দাবি করেছেন। পেরুর একটি টিভি চ্যানেলকে ক্যালোস মঙ্গে হাসপাতালের একজন কর্মকর্তা বলেছেন, জুলিয়াকাতে সোমবার নিহত ব্যক্তিদের শরীরে গুলির আঘাত রয়েছে।

সোমবারের প্রাণহানিসহ সামগ্রিকভাবে কাস্টিলোকে ক্ষমতাচ্যুত করার জেরে সৃষ্ট বিক্ষোভ ও সংঘর্ষে এখন লাতিন আমেরিকার এই দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। সূত্র- আলজাজিরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি