ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আট বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ শীতকাল চলছে ইউরোপে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ১৩ জানুয়ারি ২০২৩

ইউরোপে গত আট বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ শীতকাল চলছে বলে জানিয়েছে ইউরোপিয় ইউনিয়নের ক্লাইমেট মনিটর।

সুইজারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি, হাঙ্গেরিসহ একাধিক ইউরোপের দেশে গত কয়েকদিনে তাপমাত্রার  রেকর্ড ভেঙেছে।

হাঙ্গেরির বুদাপেস্টে উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। সেখানে তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

জার্মানির আবহাওয়া পরিসেবা অফিস জানায়, দেশটিতে ২০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

১৮৮১ সালে রেকর্ড করার নিয়ম চালু হওয়ার পর থেকে এরকম পরিস্থিতি দেখা যায়নি ।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশে গত রোববার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস (৬৬ ডিগ্রি ফারেনহাইট)। একই দিন স্পেনের বিলবাওয়ে তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গড় তাপমাত্রার চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।

১ জানুয়ারি পোল্যান্ডের ওয়ারশে যে তাপমাত্রা রেকর্ড হয়, তা জানুয়ারি মাসের তাপমাত্রার অতীতের রেকর্ডের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বেলারুশে চলতি মাসে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা আগের রেকর্ডের চেয়ে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

তাপমাত্রার ক্ষেত্রে রেকর্ড ভাঙার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু তাপমাত্রার তারতম্য ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার ঘটনা অস্বাভাবিক।

বড়দিন পার হয়ে নতুন বছরের বেশ কতগুলো দিন কেটে গেলেও জার্মান মুলুকে নেই হাড় কাঁপানো ঠান্ডা। বিজ্ঞানীরা এখনও এই অকাল গ্রীষ্মের নির্দিষ্ট কারণ বিশ্লেষণ করেননি। তবে জানুয়ারির উষ্ণ আবহাওয়ার পিছনে যে মানুষের তৈরি করা কারণ রয়েছে, সেবিষয়ে সন্দেহ নেই।

গ্লোবাল ওয়ার্মিং। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের জলবায়ু বিজ্ঞানী ফ্রেজা ভ্যাম্বর্গের কথায়, ‘‌বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণে ইউরোপে শীতকাল আরও উষ্ণ হয়ে উঠছে।’‌ 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি