ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ১৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১২:৫৬, ১৫ জানুয়ারি ২০২৩

নেপালের পোখারায় ৭২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬৮ যাত্রী ছিলেন। একইসাথে ক্রু ছিলেন চারজন। জানা যায়, রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয় দুর্ঘটনাকবলিত বিমানটি ইয়েতি এয়ারলাইন্সের।

স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা করলেও পরে তাদের যোগ দিয়েছে সেনা সদস্যরা। কয়েকজনের মৃতদেহ ইতোমধ্যে উদ্ধার করেছেন স্থানীয়রা। 

প্রাথমিকভাবে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 

ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, ‘উদ্ধার কাজ চলছে, আমরা এখনও জানি না কেউ বেঁচে আছে কিনা...।’

বিস্তারিত আসছে...

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি