ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ক্যালিফোর্নিয়ায় বাড়িতে ঢুকে গুলি, ছয় মাসের শিশুসহ নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:৫৯, ১৭ জানুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ছয় মাস বয়সী এক শিশু ও তার মাসহ ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্যালিফোর্নিয়ার প্রধান দুই শহর লস অ্যাঞ্জেলস এবং স্যান ফ্রান্সিসকোর মধ্যবর্তী একটি কৃষিপ্রধান গ্রাম গোশেনের একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথারি গুলি শুরু করেছিল। এ ঘটনায় জড়িত দুই বন্দুকধারীকে খুঁজছে পুলিশ। 

কউন্টি শেরিফ বলেন, গুলির ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই জনের মরদেহ রাস্তায়, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। আর বাকি তিনজনের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল। যাদের মধ্যে একজন সে সময় জীবিত ছিল। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। 

মাদক ব্যবসার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ। কারণ, যে বাড়িতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেই বাড়িতেই কয়েক দিন আগে মাদক থাকার সন্দেহে তল্লাশি চালানোর জন্য নির্দেশ দিয়েছিল আদালত।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি