ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইউক্রেন সেনা প্রধানের সঙ্গে মার্কিন শীর্ষ জেনারেলের প্রথম সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ১৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভলারি জালুঝনি মঙ্গলবার বলেছেন, তিনি এই প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে পোল্যান্ডে মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির  সাথে সাক্ষাৎ করেছেন। খবর এএফপি’র।

কিয়েভের জন্য মার্কিন সামরিক সহযোগিতা প্রদানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের অন্যতম এ শীর্ষ জেনারেলের সাথে সাক্ষাতের পর টেলিগ্রামে জালুঝনি বলেন, সাক্ষাৎকালে ‘আমি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জরুরি প্রয়োজনের কথা তাকে বলেছি।’

সূত্র: বাসস
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি