আমাজন রক্ষায় কাজ শুরু করেছেন লুলা
প্রকাশিত : ১৩:৫৫, ২১ জানুয়ারি ২০২৩
ব্রাজিলে আমাজন বন উজাড়ের বিরুদ্ধে চলতি সপ্তাহে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। বামপন্থী প্রবীণ নেতা ইনাসিও লুলা ডা সিলভা দায়িত্ব নেয়ার পর এ কার্যক্রম শুরু হয়।
ইবামা পরিবেশ সংস্থা শুক্রবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নির্বাচনী প্রচারণায় লুলা ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটিতে অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে লুলা অতি রক্ষণশীল জইর বলসনারোকে পরাজিত করেন।
বলসনারোর চার বছরের শাসনামলে আমাজন রেইনফরেস্টের ব্যাপক ক্ষতি হয়। এ সময়ে অবাধে বন উজাড় চলে। আগের দশকের তুলনায় বলসনারোর সময়ে বন উজাড়ের পরিমাণ ৭৫ শতাংশ বেড়ে যায়। কিন্তু জলবায়ু পরিবর্তনের গতি ধীর করতে আমাজন বন উজাড় বন্ধ খুবই জরুরি।
বার্তা সংস্থা এএফপি’কে ইবামা বলেছে, কার্যক্রম পরিদর্শনের জন্যে টিম নিয়োগ ১৬ জানুয়ারি ২০২৩ থেকে শুরু করা হয়।
সংস্থাটি আরো বলেছে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার শুরু থেকেই ফেডারেল সরকার বন উজাড়ের পরিমাণ কমিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরিতে পরিবেশগত দলটিকে দায়িত্ব দেয়।
এছাড়া বুধবার লুলা ‘গ্লোবো নিউজ’ টেলিভিশনকে বলেছেন, বন রক্ষায় আরো কঠোর পদক্ষেপের জন্যে তিনি ফেডারেল পুলিশ ফোর্স গঠন করতে চাচ্ছেন।
এছাড়া তিনি মহাদেশীয় সংরক্ষণ নীতি নিয়ে আলোচনা করতে আমাজনে অংশ রয়েছে এরকম দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর সাথে বৈঠকের আয়োজন করতে চান বলে জানিয়েছেন।
লুলা যে কোন উপায়ে আমাজন বন উজাড় প্রতিহত করতে লড়াই চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন।
তিনি ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর আমাজন রক্ষায় একের পর এক ডিক্রিতে স্বাক্ষর করেন।
এসএ/
আরও পড়ুন