ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিকিমে বেশি সন্তানের জন্ম দিলে বাড়বে বেতন, বিশেষ সুবিধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৩, ২২ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:২৮, ২২ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

এক বা দুইয়ের বেশি সন্তানের জন্ম দিলে মহিলা সরকারিকর্মীরা পাবেন বিশেষ সুবিধা। এমন সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। ভারতের রাজ্যগুলোর মধ্যে সব থেকে কম জনসংখ্যা সিকিমে। পাহাড়ি এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে সরকার। 

মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাঙের প্রস্তাব, মহিলা সরকারি কর্মীরা দ্বিতীয় সন্তানের জন্ম দিলে বাড়ানো হবে বেতন। তৃতীয় সন্তানের জন্ম দিলে দু’বার বেতন বৃদ্ধি হবে।

২০২১ সালের ১৪ নভেম্বর ‘সিকিম ক্রান্তিকারী মোর্চা’র সরকার ঘোষণা করেছিল, মহিলা সরকারি কর্মীদের ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন। তার এক বছর পর ফের মহিলা সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা চালু করার কথা জানাল সরকার।

সিকিমে প্রজনন হার কমছে। সাম্প্রতিক কয়েক বছরে সিকিমে মহিলা পিছু একটি সন্তান জন্মেছে। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু সরকারি কর্মী নয়, যেসব রাজ্যবাসীর একের বেশি সন্তান, তাঁদেরও বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হবে। রাজ্যের সব হাসপাতালে আইভিএফের মাধ্যমে সন্তান ধারণেরও সুবিধা রাখা হবে। যেসব মহিলা স্বাভাবিক উপায়ে সন্তান ধারণ করতে পারছেন না, আইভিএফের মাধ্যমে সন্তানধারণ করতে চান, তাঁদের বিশেষ আর্থিক সাহায্য দেওয়া হবে। 

তিন লাখ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হবে তাঁদের। যদিও যে নাগরিকদের একটি সন্তান, তাঁদের কোনও আর্থিক সুবিধা দেওয়া হবে না।

সূত্র: আনন্দবাজার

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি