জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫৯
প্রকাশিত : ০৮:২৬, ২৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৮:৩১, ২৪ জানুয়ারি ২০২৩
চলতি বছরের প্রথম মাসের এই কয়দিনেই যুক্তরাষ্ট্রে ৩৬ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৫৯ জন।
ক্যালিফোর্নিয়ায় এক বৃদ্ধের এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হওয়ার ঘটনায় এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ।
চলতি বছরের শুরু থেকে ২২ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩৬টি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৯ জন। বন্দুক সহিংসতা বন্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের উদ্যোগ নেয়া হলেও দেশটিতে এর কোনো প্রভাব পড়ছে না।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অস্ত্রের সহজলভ্যতা, বিষণ্নতা এবং সামাজিক অবক্ষয়ের কারণেই যুক্তরাষ্ট্রে বেড়েছে বন্দুক সহিসংতা। বিশ্বের বিভিন্ন দেশের নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং মানবাধিকার নিয়ে সোচ্চার থাকা যুক্তরাষ্ট্রে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলেও মনে করেন তারা।
২০২১ সালে যুক্তরাষ্ট্রে ৬৯১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ যায় অন্তত ৭০৬ জনের। আহত হন ১১৫ জন।
২০২২ সালে ৬৪৮টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব হামলায় ৬৭৩ জন নিহত এবং কয়েক শ’ আহত হয়েছেন।
বন্দুক সহিংসতা বন্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও দেশটিতে এর কোনো প্রভাব পড়ছে না।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বন্দুক সহিংসতা কমাতে অনেক পদক্ষেপ নিলেও দেশটিতে আশঙ্কাজনকহারে বেড়েছে বন্দুক হামলা।
এএইচ
আরও পড়ুন