ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৬ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৬:২৪, ২৬ জানুয়ারি ২০২৩

পশ্চিম তীরের জেনিনের একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি অভিযানে এক বৃদ্ধাসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা একথা জানান। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে একটি হাসপাতালের ভিতরে কাঁদানে গ্যাস নিক্ষেপের অভিযোগও আনা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বয়স্ক এক মহিলাসহ চারজন শহীদ হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। খবর এএফপি’র।

পৃথক এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল-কাইলা বলেছেন, ‘দখলদার বাহিনী জেনিনে একটি সরকারি হাসপাতালে হামলা চালায় এবং ইচ্ছাকৃতভাবে হাসপাতালের শিশু বিভাগে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।’

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি