ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিহত এক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইরানে নিযুক্ত আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন একজন রক্ষী। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আল জাজিরা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় এই হামলা হয়। হামলাকারী সঙ্গে স্বয়ংক্রিয় অস্ত্র ছিল। দূতাবাসের একজন নিরাপত্তাকর্মীকে হত্যার পর অন্য নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করেন।

শুক্রবারের হামলায় আরও দুই প্রহরী আহত হয়েছে।

আজারবাইজানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আহতদের পাশের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে ইরান।

পুলিশ প্রধানের বরাত দিয়ে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চাকে নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল। ব্যক্তিগত কোনো দ্বন্দ থেকে সে হামলা করে থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি