পূর্ব জেরুজালেমে বন্দুক হামলায় নিহত ৭
প্রকাশিত : ০৮:৫২, ২৮ জানুয়ারি ২০২৩
পূর্ব জেরুজালেমে সিনাগগে এক বন্দুকধারীর হামলায় মারা গেছেন সাতজন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে শহরের নেভ ইয়াকভ পাড়ায় এই ঘটনা ঘটে।
ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানায়, ঘটনাস্থলেই নিহত হয়েছেন পাঁচজন। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছেন। তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এরমধ্যে একজন ৭০ বছর বয়সী নারীও রয়েছেন।
ইসরায়েলি পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে দাবি করছে। তারা বলছে, এই হামলা নেভ ইয়াকভের একটি উপাসনালয়ে ঘটেছে।
ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে রাত সোয়া ৮টার দিকে একটি গাড়িতে করে এসেছিল বন্দুকধারী ওই ব্যক্তি। এ সময় উপাসনালয় হিসেবে ব্যবহৃত ভবনে গুলি চালায় সে। এ ঘটনায় হামলাকারীও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
এদিকে গাজায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম রয়টার্সকে বলেন, শুক্রবারের এই হামলা ছিল ইসরায়েলি দখলদারদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ এর আগে দখলদাররা জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়।
এসবি/
আরও পড়ুন