ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিযুক্ত করছে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে যুদ্ধক্ষেত্রে নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা নিযুক্ত করছে রাশিয়া।

রুশ সংবাদমাধ্যম বলছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করতে অদূর ভবিষ্যতেই পান্টসির ক্ষেপণাস্ত্র যান যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে।

কাধিক ড্রোন ও স্বচালিত রকেটজাতীয় অস্ত্র ধ্বংস করতে যুদ্ধক্ষেত্রে ছোট ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত পান্টসির-এসএমের ব্যবহার করার পরিকল্পনা করছে দেশটি।

রাশিয়া বলছে, তাদের নতুন পান্টসির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ৭৫ কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করার পাশাপাশি ৪০ কিলোমিটার দূরে তা প্রতিহত করতে পারে।

এদিকে, মস্কোর ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি