ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ২৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

পাকিস্তানে বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি বাস সেতু থেকে পড়ে গিয়ে এতে আগুন ধরে যায়। সরকারের একজন কর্মকর্তা রোববার এ খবর জানিয়েছেন। খবর এএফপি’র।

গাড়িটি প্রায় ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচিতে যাচ্ছিল।

বেলুচিস্তানের লাসবেলা জেলার সিনিয়র কর্মকর্তা হামজা আনজুম দুর্ঘটনাস্থল থেকে জানান মরদেহগুলো চেনা যাচ্ছেনা। নিহতদের শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

দুর্ঘটনার পর নারী ও শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

দ্রুতগতির কারণে লাসবেলার কাছে ইউ-টার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে বাসটি ধাক্কা খায় এবং এরপর গাড়িটি একটি গিরিখাতের মধ্যে পড়ে গিয়ে তাতে আগুন ধরে যায় বলে জানা গেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি