ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের ওপর বিমান হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ৩০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:১৫, ৩০ জানুয়ারি ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

ইরাক থেকে সিরিয়ায় অস্ত্র বহনকারী কনভয়ের ওপর বিমান হামলায় অনির্দিষ্ট সংখ্যক লোক হতাহত হয়েছে। কনভয়টিও ধ্বংস হয়ে গেছে। 

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইরাক থেকে সিরীয় অঞ্চলে ছয়টি রেফ্রিজারেটেড ট্রাক ঢোকার পর আলবু কামাল সীমান্তবর্তী অঞ্চলে অজ্ঞাত বিমান থেকে হামলা চালানো হয়।

হতাহতের নির্দিষ্ট সংখ্যার কথা উল্লেখ না করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো বলেছে, রোববারের এ হামলায় বহরটি ধ্বংস হয়ে গেছে। আরোহীরা হয় নিহত কিংবা আহত হয়েছে। 

সংস্থা প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ট্রাকগুলো ইরানের অস্ত্র বহন করছিল।

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সশস্র দলগুলোর মাধ্যমে মিত্র দামেস্ককে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। 

ইরাক-সিরীয় সীমান্তে ইরানপন্থী মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে। 

এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিশষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে।

সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি