ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

প্রবাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তিব্বতি লেখক আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৩০ জানুয়ারি ২০২৩

নির্বাসিত প্রবাসীদের সঙ্গে যোগাযোগের অভিযোগে তিব্বতি এক লেখক ও প্রাক্তন শিক্ষককে আটক করেছে চীন কর্তৃপক্ষ। গত বছরের অগাস্টে তার বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ) জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নাম পালগন। আটকের পর থেকেই তার হদিস মিলছে না। তাকে কোথায় রাখা হয়েছে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

তিব্বতি একটি সূত্রের বরাতে আরএফএ জানিয়েছে, তিব্বতের বাইরে বসবাসরত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ছাড়া আটকের যথাযথ কারণ জানানো হয়নি তার পরিবারের সদস্যদের। নিরাপত্তার কারণ দেখিয়ে এ তথ্য ব্যক্তি নাম-পরিচয় প্রকাশ করতে চায়নি।

চীনের দক্ষিণ-পূর্ব কিংহাই প্রদেশের গোলগ তিব্বত স্বায়ত্তশাসিত এলাকার বাসিন্দা পালগন। তিনি পেমা কাউন্টির একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে স্বাধীন লেখক হিসাবে তার চালিয়ে যান।

আরেকটি সূত্র আরএফএকে বলছে, পালগন সাধারণত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অডিও চ্যাট গ্রুপগুলোতে খুব সক্রিয় থাকতেন, লেখালেখি করতেন।

গত কয়েক মাস ধরে সন্ন্যাসী, লেখক, তরুণ বিক্ষোভকারী এবং অন্যান্য তিব্বতিদের গ্রেপ্তার ও চীনের সাঁড়াশি অভিযানের খবর উঠে এসেছে আরএফএ’র প্রতিবেদনে। আটক ব্যক্তিদের প্রায়শই সাজা ঘোষণার আগে কয়েক মাস ধরে গোপনে রাখা হয়, যদের তথ্য কেউ জানে না।

ভারতভিত্তিক তিব্বত পলিসি ইনস্টিটিউটের পরিচালক দাওয়া সেরিং আরএফএকে বলেন, “পালগনকে আটকের বিষয়টি দিয়ে তিব্বতিদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে চীনের বাধা দেওয়ার চেষ্টাকেই দেখায়। চীন সরকার চায় না যে তারা ধর্ম, সংস্কৃতি এবং ভাষার ক্ষেত্রে তিব্বতিদের উপর যে কঠোর নীতি প্রয়োগ করছে, সে সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় জানুক।”

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি