ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলা: ১৮ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বুরকিনা ফাসোতে দুটি হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়ে একটি নিরাপত্তা সূত্র রোববার এ খবর জানিয়েছে। 

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, শনিবার সশস্ত্র ব্যক্তিরা বানি শহরে হামলা চালায়। এতে ১২ জন নিহত হয়। সাহেল অঞ্চলের দরি থেকে ৪০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার দেশটির পূর্বাঞ্চলে বিস্ফোরণে ছয় সৈন্য নিহত হয়েছে। 

সাহেল অঞ্চলের দেশটিতে সম্প্রতি জিহাদী তৎপরতা খুব বেড়ে গেছে। পশ্চিম আফ্রিকার দেশটি বিশে^র সবচেয়ে অস্থির ও অনুন্নত দেশ।

দেশটির প্রায় ৪০ শতাংশ এলাকা সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি