তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত ৩৮০০ ছাড়িয়েছে
প্রকাশিত : ০৮:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৩
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/turkey-2302070224.jpg)
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩ হাজার ৮শ’ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছে প্রায় আড়াই হাজার। সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪শ’ ৪৪ জনে।
এমন পরিস্থিতিতে তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। হতাহতদের স্মরণে জাতিসংঘে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত দেশ দুটিতে প্রাণহানি চার হাজারের কাছাকাছি।
ভূমিকম্পে প্রাণহানি আরও বাড়বে বলে আশংকা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাশাপাশি আরও ভবন ধসের শঙ্কায়ও রয়েছে সংস্থাটি
শক্তিশালী এ ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছে তুরস্ক। দেশটির উদ্ধারকর্মীরা দিনভর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
তুরস্কের আবেদনে সাড়া দিয়ে ইউরোপীয় ইউনিয়নের ১৭টি দেশের ২০টি উদ্ধারকারী দল দেশটির উদ্দেশে যাত্রা করেছে। পরবর্তীতে জরুরি চিকিৎসক দল পাঠানোর কথাও ভাবছেন ইইউ কর্মকর্তারা।
এছাড়া, ধসে পড়া ভবনের নিচে চাপা পড়াদের উদ্ধারে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও পাঠিয়েছে দেশগুলো। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সংযুক্ত আরব-আমিরাত, সৌদি আরব, কাতারও সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে।
এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। বিধ্বস্ত সিরিয়া ও তুরস্ককে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
অপরদিকে, ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা চলার মধ্যেই আরও কয়েক দফায় কম্পন অনুভূত হয়। এর মধ্যে একটির মাত্রা ছিল ৭ দশমিক ৫।
ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ সময়ে জাতীয় ও বিদেশি প্রতিনিধি অফিসে অর্ধনমিত থাকবে পতাকা।
এএইচ
আরও পড়ুন