ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এবার ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৮:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

Ekushey Television Ltd.

আসামের নওগাঁয় চার মাত্রার মৃদৃ ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সেখানে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) এ তথ্য নিশ্চত করেছে।

এনসিএস জানায়, স্থানীয় সময় বিকেল চারটা ১৮ মিনিটের দিকে আসামের ওই এলাকায় ভূমিকম্প হয়। এক টুইট বার্তায় সংস্থাটি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

প্রসঙ্গত, ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া গেল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি