ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মোদি-বাইডেনের ফোনালাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২২:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের এয়ার ইন্ডিয়া ও যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের মধ্যে যুগান্তকারী চুক্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছেন। এ চুক্তিকে ‘পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ’ হিসেবে বর্ণনা করে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইউরোপীয় উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এয়ারাস থেকে আড়াইশ এয়ারক্রাফট কিনতে যাওয়া ভারত সক্ষমতা বৃদ্ধি কৌশলের অংশ হিসেবে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকেও ২৯০টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পাদন করেছে।

ভারতের প্রধানমন্ত্রীর অফিস এক বিবৃতিতে বলেছে, ‘ইন্ডিয়া-ইউএসএ কমপ্রেহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ গভীর করায় নরেন্দ্র মোদী ও জো বাইডেন সন্তোষ প্রকাশ করেছেন। পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার উজ্জ্বল উদাহরণ হিসেবে এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যে যুগান্তকারী চুক্তিকে স্বাগত জানিয়েছেন, যা উভয় দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সহায়তা করবে। ভারতে বেসামরিক বিমান চলাচল সেক্টরের সম্প্রসারণের ফলে সৃষ্ট সুযোগ কাজে লাগাতে বোয়িং ও অন্যান্য মার্কিন কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান মোদী।

বোয়িং থেকে এয়ারক্রাফট কিনতে এয়ার ইন্ডিয়ার জন্য যুগান্তকারী চুক্তিকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। এর আগে এয়ারবাস থেকে এয়ারক্রাফট কিনতে প্রতিষ্ঠানটির সঙ্গে টাটা সনসের চুক্তিকে স্বাগত জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওই চুক্তিকে ভারত-ফ্রান্সের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের নতুন ধাপ হিসেবে বর্ণনা করেছিলেন তিনি।

বোয়িংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া টেকসই বৃদ্ধির জন্য তাদের ২৯০টি জেট বিমান বেছে নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৯০টি ৭৩৭ ম্যাক্স, ২০টি ৭৮৭ ড্রিমলাইনার এবং ১০টি ৭৭৭ এক্স বিমান। চুক্তিতে অতিরিক্ত ৫০টি ৭৩৭ ম্যাক্স এবং ২০টি ৭৮৭-৯ এস বিমান কেনারও পরিকল্পনা রয়েছে। চুক্তির সবকিছু ঠিকঠাক থাকলে এটিই হবে দক্ষিণ এশিয়ায় বোয়িংয়ের সব থেকে বড় চালান। 

হোয়াইট হাউসের বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্ধৃত করে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ও বোয়িংয়ের মধ্যে চুক্তির মাধ্যমে ২০০টিরও বেশি আমেরিকান এয়ারক্রাফট ক্রয় মার্কিন-ভারত অর্থনৈতিক অংশীদারিত্বের শক্তি প্রতিফলিত করে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি