ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ধারাবাহিক বন্দুক হামলা, নিহত ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ধারাবাহিক বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, গুলির সব ঘটনাই ঘটেছে প্রতিবেশী টেনেসির মেমফিস থেকে প্রায় ৪৫ মাইল (৭৩ কিমি) দক্ষিণে অবস্থিত ছোট শহর আরকাবুতলার এলাকায়।

সংবাদমাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে তিন জনকে দু’টি বাড়ির ভেতরে, একজনকে দোকানে ও একজনের মরদেহ রাস্তায় পড়ে ছিল।

টেইট কাউন্টির ডেপুটিরা (কর্মকর্তা) সন্দেহভাজনকে আরকাবুলতা ড্যাম রোডে একটি গাড়িতে বসে থাকতে দেখেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে হেফাজতে নেওয়া হয়। সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।

টেইট কাউন্টির শেরিফ অফিস জানায়, ৫২ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি