ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভূপাতিত চীনা বেলুনের ধ্বংসাবশেষ খোঁজা শেষ যুক্তরাষ্ট্রের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চলতি মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের গুলি করে ভূপাতিত করা চীনের কথিত নজরদারি বেলুনের ধ্বংসাবশেষ খোঁজার কাজ শেষ করেছে ওয়াশিংটন।

শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর নর্দার্ন কমান্ড এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

গণপ্রজাতন্ত্রী চীনের নাম উল্লেখ করে এক বিবৃতিতে নর্থকম বলেছে, ‘আকাশের অনেক উচ্চতা দিয়ে বয়ে যাওয়া পিআরসি’র নজরদারি বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করার এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সম্পদ সফলভাবে মার্কিন নর্দার্ন কমান্ডের কাছে অর্পিত হওয়ার পর সাউথ ক্যারোলিনার উপকূলে ১৬ ফেব্রুয়ারি পুনরুদ্ধার কার্যক্রম সমাপ্ত করা ঘোষণা করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘ভার্জিনিয়ার তদন্ত পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার জন্য ধ্বংসাবশেষ গুলো ফেডারেল ব্যুরোতে হস্তান্তর করা হচ্ছে।

বেলুনটিকে গুলি করে ভূপাতিত করার আগে এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমার বিস্তৃত এলাকায় ভেসে বেড়ায় এবং গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের এফ-২২ র‌্যাপ্টর ব্যবহার করে বেলুনটিকে আটলান্টিক মহাসাগরের ওপরে গুলি করে নামানো হয়।

এ বেলুনের ব্যাপারে বেইজিংয়ের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বেলুনটির সাহায্যে আবহাওয়া পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং বাতাসের কারণে তা পথভ্রষ্ট হয়ে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চলে যায়।

এদিকে যুক্তরাষ্ট্র এটিকে আকাশের অনেক বেশি উচ্চতায় দিয়ে চলা অত্যাধুনিক গুপ্তচর যান হিসেবে বর্ণনা করেছে।

আর এ বেলুনের ঘটনাকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি