ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দামেস্কে ইসরায়েলের মিসাইল হামলা, নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১১:৩৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

সিরিয়ার রাজধানী দামেস্কের মধ্যাঞ্চলে একটি ভবনে ইসরায়েল মিসাইল হামলা চালিয়েছে। এতে ১৫ জন নিহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় মিসাইল হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। কাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইসরাইলি ক্ষেপণাস্ত্রটি দামেস্কের ইরানিয়ান সাংস্কৃতিক কেন্দ্রের পাশের ভবনে আঘাত হানলে ওই ১৫ জন নিহত হন। 

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল তার প্রতিবেশী দেশটিতে শতাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার প্রাথমিক লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার সেনাবাহিনী, ইরানি বাহিনী এবং সিরিয়ার সরকারের মিত্র লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহর অবস্থান। খুব কম সময়ই ইসরাইল দামেস্কের আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

রোববার রাতে যে ভবনটিতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেখানে সিরিয়ার সরকারের এক উচ্চপদস্থ বাস করতেন। কাফ্‌র সৌসা নামে ওই এলাকার ভবনটিতে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা বাস করতেন। 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২ টা ২২ মিনিটের দিকে ইসরাইলি শত্রুরা অধিকৃত গোলান মালভূমির দিক থেকে দামেস্কের আবাসিক এলাকাসহ এর আশেপাশের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে আকাশ পথে হামলা চালায়।’

প্রাথমিকভাবে ইসরাইলি হামলায় ৫ নিহত হয় ও ১৫ জন আহত হয়। নিহতদের মধ্যে একজন সিরীয় সৈন্যও ছিল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৫ জনে। 

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সানার প্রকাশিত এক ফুটেজ থেকে দেখা গেছে, হামলায় একটি ১০ তলা ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর নিচতলার কাঠামো ভেঙে পড়েছে।  

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি