ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৭ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩

মেক্সিকোর পুয়েবলা প্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৭ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের সবাই ভেনিজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার অভিবাসী বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে ৪৫ জন অভিবাসী প্রত্যাশীকে নিয়ে পুয়েবলা প্রদেশে থেকে উত্তরের দিকে যাওয়ার পথে হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সাথে ধাক্কা খায় বাসটি। এতে দুমড়ে মুচড়ে যায় এর একাংশ। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৫ জনের। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দু’জনের। এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন।

পুয়েবলা রাজ্যের স্বরাষ্ট্র সচিব জুলিও হুয়ের্তা বলেন, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। মেক্সিকো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে তল্লাশি এড়াতে ট্রাক ও বাস বেছে নেন প্রায়ই অভিবাসী প্রত্যাশীরা। এতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয়। এর আগে ২০২১ সালে অভিবাসন প্রত্যাশী বহন কারী ট্রাক উল্টে ৫৬ জন নিহত হয়েছিলো।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি