ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

পশ্চিম তীরে ইসরাইলের হামলায় অন্তত ১০ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

ইসরাইলি সৈন্যরা বুধবার অধিকৃত পশ্চিম তীরের প্রধান একটি ফিলিস্তিনি শহরে প্রবেশ করে এবং দিনের বেলায় পরিচালিত এই গ্রেপ্তার অভিযানের পর লড়াইয়ের সূত্রপাত হয়। এতে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয় আরো অনেকে।

অভিযানে একটি বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়, বুলেটের আঘাতে অনেক দোকান ঝাঁঝরা হয়ে যায়। পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে, গত প্রায় এক বছর ধরে চলমান লড়াইয়ের মধ্যে এটি ছিলো সবচেয়ে রক্তক্ষয়ী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১০ জনের মধ্যে একজনের বয়স ৭২ বছর। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে ১০২ জন।

ইসরাইলি সেনাবাহিনী বলেছে, পশ্চিম তীরে এর আগের হামলায় জড়িত বলে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করতে তারা শহরে প্রবেশ করেছে। ইসরাইলি সেনাবাহিনী আরো বলেছে, একটি গোপন আস্তানায় তারা ঐ তিনজনের অবস্থান নিশ্চিত করতে পেরেছিলো।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, আহত ১০২ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনের জঙ্গি সংগঠনগুলো, নিহতদের মধ্যে তিনজনকে তাদের সদস্য বলে দাবি করেছে। ৭২ বছর বয়সী এক ব্যক্তিও নিহত হয়েছেন। তবে, বাকিরা সশস্ত্র গোষ্ঠীর সদস্য কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন কট্টরপন্থী সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে, একটি স্পর্শকাতর সময়ে এই লড়াই শুরু হলো। উগ্র জাতীয়তাবাদীরা এই সরকারে প্রভাবশালী। ফিলিস্তিনি জঙ্গিদের বিরুদ্ধে কঠোরতর পদক্ষেপ নিতে উগ্র জাতীয়তাবাদীরা সরকারকে চাপ দিচ্ছে। ইসরাইলি গণমাধ্যম শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদেরকে উদ্ধৃত করে বলেছে যে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন, এই ঘটনা, পরিস্তিতিকে আরো সহিংসতার দিকে নিয়ে যেতে পারে।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরাইল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে নেয়। ফিলিস্তিনিরা তাদের কাঙ্খিত স্বাধীন রাষ্ট্রের জন্য এই অঞ্চলগুলো চায়।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি