ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৬ মার্চ ২০২৩

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পুলিশকে বহনকারী একটি ট্রাকে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নয় পুলিশ কর্মকর্তা নিহত ও আরো ১৬ জন আহত হয়েছেন। 

সোমবার এ হামলা চালানো হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল হাই আমির বলেছেন, আত্মঘাতী হামলাকারী মোটরবাইকে করে এসে ট্রাকের পেছন দিকে আঘাত করে।

বোমা বিস্ফোরণে যারা মারা গেছেন, তারা বেলুচিস্তান প্রাদেশিক পুলিশ বাহিনীর বিশেষ বিভাগ বেলুচিস্তান কনস্ট্যাবুলারির (বিসি) সদস্য। পুলিশের এই বিভাগের সদস্যরা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কারাগারসহ স্পর্শকাতর বিভিন্ন এলাকায় নিরাপত্তাসেবা প্রদান করে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি