ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রুশ হাইপারসনিক মিসাইল হামলায় বিপর্যস্ত ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ১০ মার্চ ২০২৩

ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ হাইপারসনিক মিসাইল হামলায় দেশটির বিভিন্ন অংশে বাড়িঘর ও জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে এটিই সবচে বড় সমন্বিত মিসাইল হামলা। বায়ুমন্ডলের উচ্চতমস্তর দিয়ে চলা হাইপারসনিক মিসাইল শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিতে চলে।

ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর বর্ষপূর্তির দু’সপ্তাহ পরে এই হামলা চালানো হলো। ইউক্রেনের দাবি, রাশিয়া ৯০টির মতো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করেছে। এই হামলার ফলে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে বিভিন্ন শহরে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সর্বশেষ এই হামলাকে মস্কোর “কদর্য কৌশল” বলে উল্লেখ করেছেন।

“ইউক্রেনের জনগণকে ভীত-সন্ত্রস্ত করার জন্য শত্রুরা ৮১টি মিসাইল ছুড়ে তারা তাদের কদর্য কৌশলে ফিরে গেছে,” বলেন তিনি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলছেন, “এই হামলার পেছনে কোনো সামরিক উদ্দেশ্য নেই। এটা রাশিয়ার বর্বরতা।”

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি