ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৪, ১০ মার্চ ২০২৩ | আপডেট: ১০:৪৭, ১০ মার্চ ২০২৩

তৃতীয়বারের মত চীনের প্রেসিডেন্ট হিসেবে পদ নিশ্চিত করেছেন শি জিনপিং। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হয়। 

১৯৪৯ সালে প্রতিষ্ঠার কমিউনিস্ট চীনের সবচেয়ে দীর্ঘকালীন রাষ্ট্রপ্রধান হতে যাচ্ছেন তিনি। 

শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি আনুষ্ঠানিক ভোটে আরও পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসাবে পুনর্নিযুক্ত করা হয়েছে তাকে। তিনি ২ হাজার ৯৫২ ভোট পান।  

৬৯ বছর বয়সী শি জিনপিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার পুনঃনিয়োগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল।

শনিবার শির অন্যতম বিশ্বস্ত নেতা লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার, ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) ঝাও লেজিকে সংস্থার প্রধান এবং হান ঝেংকে দেশের সহ-সভাপতি হিসাবে সহ অন্যান্য প্রধান রাষ্ট্রীয় নেতাদেরও নিয়োগ করেছে।

নবনিযুক্ত নেতারা সকলেই গ্রেট হল অফ দ্য পিপলের অভ্যন্তরে চীনা সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি