ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বন্যা, নিহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮, ১৬ মার্চ ২০২৩

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে এবার দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দুদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত নিহত হয়েছে ১৪ জন।

এরমধ্যে সানলিউরফা শহরে ১২ এবং আদিয়ামানে ২ জনের প্রাণ গেছে।  নিখোঁজ রয়েছেন অনেকে। 

এছাড়া আকস্মিক বানে তলিয়ে গেছে দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল ব্যবসা প্রতিষ্ঠান। 

ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে বেঁচে ফেরাদের আশ্রয়কেন্দ্রও। এতে চরম বিপাকে দুর্গত এলাকার বাসিন্দারা।  

আরও কিছুদিন অতিবর্ষণের পূর্বাভাস দিয়ে ২০ মার্চ পর্যন্ত বিভিন্ন শহরে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে তুর্কি আবহাওয়া অফিস। বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। 

বন্যায় আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি