ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইসরায়েলের অভিযানে ৪ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ১৭ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

যদিও ইসরায়েলের সেনাবাহিনী বলছে, সেনা সদস্যরা অভিযান চলাকালে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সঙ্গে জড়িত ২ জনকে গুলি করে। তারা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।

এই ‘বন্দুকযুদ্ধে’ আরও ২০ ফিলিস্তিনি আহত হয়েছেন এবং তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান বেড়েই চলেছে। এ পর্যন্ত ৮০ জনের মতো ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। 

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, ফিলিস্তিনিদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার অভিযান চলাকালে স্থানীয়রা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ), শিন বেত সিকিউরিটি সার্ভিস এবং সীমান্ত পাহারায় থাকা পুলিশ সদস্যদের ওই শহরে প্রবেশ করতে দেখেন।

সূত্র: বিবিসি 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি