ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ইমরান খানের লাহোরের বাসভবনে পুলিশের হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ১৮ মার্চ ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাসভবনে হানা দিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে তোষাখানা মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতের উদ্দেশ্যে নিজ বাড়ি জামান পার্ক থেকে বের হন ইমরান।

এরপরই তার বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইমরানের বাড়ির আঙ্গিনায় থাকা নেতা-কর্মীদের পেটাচ্ছেন আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ ঘটনার নিন্দা জানিয়ে একটি টুইট করেছেন ইমরান খান। তিনি লিখেছেন, নওয়াজ শরীফকে ক্ষমতায় আনতেই এমনটি করা হচ্ছে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি