ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গ্রেফতারের আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ১৯ মার্চ ২০২৩

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করছেন আগামী মঙ্গলবার তাকে গ্রেফতার করা হতে পারে। ২০১৬ সালে প্রসিডেন্ট প্রার্থী হওয়ার সময় একটি ঘুষের বিষয় সামনে আসার পর তিনি এ কথা বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তার সমর্থকদের প্রতি এর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান ট্রাম্প। 

ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস একটি পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা ট্রাম্পের। গোপন সূত্র তিনি এই গ্রেফতারির খবর পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।

শনিবার সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “দুর্নীতিগ্রস্ত এবং অত্যন্ত রাজনৈতিক মদতপুষ্ট ম্যানহাটন জেলা অ্যাটর্নির অফিস থেকে অবৈধ লিকের মাধ্যমে জানতে পারলাম। রিপাবলিকান প্রার্থী এবং আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনও অপরাধের প্রমাণ নেই। কিন্তু তাঁকে আগামী সপ্তাহে মঙ্গলবার গ্রেফতার করা হতে পারে।”

ট্রাম্পকে গ্রেফতার করা হলে, এটি হবে কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা প্রথম ফৌজদারি মামলা। 

বিবিসি জানায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য অর্থ প্রদানের অভিযোগ রয়েছে। গত ৫ বছর ধরে নিউইয়র্কের প্রসিকিউটররা এ অভিযোগ তদন্ত করছেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি