ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে ৯ চীনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২০ মার্চ ২০২৩

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের বাম্বারি অঞ্চলে একটি খনিতে সশস্ত্র হামলায় ৯ চীনা নাগরিক নিহত হয়েছে। স্থানীয় এক মেয়রের উদ্ধৃতি দিয়ে  এএফপি এ কথা জানায়।

নিহতরা শহর থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী ‘গোল্ড কোস্ট গ্রুপ’ পরিচালিত একটি সাইটের চীনা শ্রমিক ছিল উল্লেখ করে বামবারির মেয়র আবেল ম্যাচিপাতা এএফপি’কে বলেন, ‘আমরা ৯ জনের মৃতদেহ ও দু’জনকে আহতাবস্থায় উদ্ধার করেছি।’ 

তিনি আরো বলেন, ভোর ৫টার দিকে সশস্ত্র ব্যক্তিরা এ হামলা চালায়।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্র হতাহতদের সংখ্যা ও জাতীয়তা নিশ্চিত করেছে।

চীনা দূতাবাসের সঙ্গে এএফপি যোগাযোগ করলে দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ হামলার বিস্তারিত বিবরণ দেয়নি। কেউ হামলার দায় স্বীকার করেনি।

একজন এএফপি’র সাংবাদিক জানান, নিহতদের মৃতদেহ বানগুইয়ের একটি হাসপাতালে পাঠানো করা হয়েছে। চীনা রাষ্ট্রদূত লি কিনফেং ও সিএআর পররাষ্ট্রমন্ত্রী সিলভি বাইপো টেমন সেখানে উপস্থিত ছিলেন।

২০১৩ সালে মুসলিম সশস্ত্র গোষ্ঠী কর্তৃক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজের ক্ষমতাচ্যুতির পর থেকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গৃহযুদ্ধ শুরু হয়।

সূত্র : বাসস

এসবি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি