ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

টিকটক মার্কিন তথ্য চীনকে দেয়নি: টিকটক সিইও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২৪ মার্চ ২০২৩

টিকটক কখনই মার্কিন নাগরিকদের তথ্য চীন সরকারের সঙ্গে শেয়ার করেনি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী শাও জি চিউ।

মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের জেরার মুখে এ তথ্য জানান তিনি। বলেন, তার কোম্পানি কোনো দেশের সরকার বা রাষ্ট্রীয় স্বত্ত্বার মালিকানাধীন নয়।

যুক্তরাষ্ট্রে বসবাসকারীদর তথ্য সংগ্রহের মাধ্যমে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছে  যুক্তরাষ্ট্র।

শুধু তাই নয়, জনপ্রিয় এ অ্যাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের হাতে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছে দেশটি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি