ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অরুণাচলে এমএফটিএস প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ২৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের অরুণাচল প্রদেশে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর সহায়তায় এমএফটিএস প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দুই নারী।

সিমা পিজি এবং নিখ জেসমিন নামের ওই দুই নারী গত বছরের সেপ্টেম্বরে অরুণাচলের পূর্ব কামেং জেলায় শুরু হওয়া ওই প্রকল্পে যোগ দিয়েছিলেন। প্রকল্পের আওতায় পিজি মেডিকেল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেন এবং জেসমিন কাজ করেন ড্রোন অপারেটর হিসেবে।

অরুণাচল টাইমস জানিয়েছে, স্বাস্থ্য নিয়ে বিশ্বব্যাপী কাজ করা ইউএসএআইডি এবং ‘মোমেন্টাম’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওই নারীদের বুধবার সংবর্ধনা দিয়েছে।

জেসমিন ভারতের স্বাস্থ্য খাতে প্রথম নারী ড্রোন অপারেটর। এই কাজের আগে তিনি প্যারাগ্লাইডিং পাইলট হিসাবে কাজ করেন।

তিনি বলেন, এখনও আমি প্রশিক্ষণ নিচ্ছি এবং ড্রোন অপারেটর হওয়ার কৌশল আয়ত্ত্ব করে চলেছি। আমি গত জানুয়ারির প্রথম সপ্তাহে পূর্ব কামেং জেলায় এমএফটিএস-এর অধীনে ড্রোন পরিচালনাকারী রেড উইংসের সঙ্গে যোগ দেই। এটা সত্যিই ভাল অভিজ্ঞতা। রেড উইংস শুধু স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগই দিচ্ছে না, নতুন প্রযুক্তি শেখারও সুযোগ দিচ্ছে।

জেসমিন আরও বলেন, জেলার দূর-দূরান্তে বসবাসরত মানুষের সেবা সমৃদ্ধ হচ্ছে। এখন গ্রামবাসীরা নিজেরাই এগিয়ে আসে, সাহায্য চায়। যখনই তারা আমাদের ড্রোন দেখে, তখনই তারা পিএইচসি এবং সিএইচসি এর কর্মীদের কাছে চিকিৎসা সহায়তার জন্য বলে। এর মানে হল, আমরা কিছু প্রভাব ফেলছি।

অন্যদিকে পিজি বুলা ক্যাম্প পিএইচসি-তে একজন নার্সিং অফিসার হিসেবে কাজ করছেন। এমএফটিএস এর মেডিকেল কো-অর্ডিনেটর হিসেবে যোগদান করে গত সেপ্টেম্বরে তিনি কাজ শুরু করেন। তিনি সেপাতে প্রশিক্ষণ করেন। প্রতিদিনের কাজের অভিজ্ঞতা এবং এমএফটিএস কীভাবে মানুষের উপকার করছে তার কিছু ঘটনাও তুলে ধরেছেন এই নারী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি