ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২৪ মার্চ ২০২৩

ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীকে দেশটির সংসদ সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং এক গেজেট নোটিফিকেশান জারি করে এই ঘোষণা করেছেন।

গেজেট নোটিফিকেশনে লেখা হয়েছে, “সুরাতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ওয়েনাড সংসদ আসন থেকে লোকসভায় প্রতিনিধিত্বকারী রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ হয়ে গেল।"

যেদিন মি. গান্ধী দোষী সাব্যস্ত হয়েছেন, অর্থাৎ ২৩ মার্চ, সেদিন থেকেই তার সংসদ সদস্যপদ খারিজ হল ভারতীয় সংবিধানের ১০২(১)(ই) এবং জন প্রতিনিধিত্ব আইনের আট নম্বর ধারা অনুযায়ী, এটাও উল্লেখ করা হয়েছে ওই গেজেট নোটিফিকেশনে।

বৃহস্পতিবার গুজরাতের সুরাত শহরের আদালত মি. গান্ধীকে একটি ফৌজদারী মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে দুবছরের জেলের সাজা শোনায়।

তবে ওই সাজার ওপরে ৩০ দিনের জন্য স্থগিতাদেশ দেয় আদালত।

সূত্র-বিবিসি বাংলা 

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি