ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিচার বিভাগে সংস্কার, বিক্ষোভের মুখে পিছু হটলেন নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২৮ মার্চ ২০২৩ | আপডেট: ০৮:৫৪, ২৮ মার্চ ২০২৩

প্রবল বিক্ষোভের মুখে বিচার বিভাগীয় সংস্কারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এ সংস্কার বিল পার্লামেন্টের আগামী অধিবেশন পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, জাতির মধ্যে যে ফাটল সৃষ্টি হয়েছে, তা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে গৃহযুদ্ধ এড়ানোর একটি সুযোগ বলে মনে করছেন তিনি। 

এরআগে, বিচার বিভাগীয় সংস্কার ইস্যুকে কেন্দ্র করে দেশটিতে হাজার হাজার মানুষ সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন। ধীরে ধীরে বিক্ষোভের মাত্রা বাড়তে থাকে।

বিক্ষোভে নেতৃত্ব দেন নেতানিয়াহুর রাজনৈতিক বিরোধীরা।

প্রসঙ্গত, বিচার বিভাগে সংস্কারের নতুন আইনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা করার যে ক্ষমতা অ্যাটর্নি জেনারেলের ছিল, তা তুলে দেওয়া হয়েছে। গুঞ্জন ছিল, নেতানিয়াহুর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল। 

বিরোধীদের দাবি, স্বার্থের দ্বন্দ্বের কারণে নেতানিয়াহু এমন পদক্ষেপ নিতে চেয়েছিলেন।  

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি