ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ফের নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১০:৪৪, ২ এপ্রিল ২০২৩

আবারও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলো রাশিয়া। তবে রাশিয়া যাতে পরিষদের নেতৃত্বে আসতে না পারে সেজন্য যুক্তরাষ্ট্রসহ অন্য সদস্যদের প্রতি বাধা দেয়ার আহ্বান জানিয়েছিল ইউক্রেন। 

ইউক্রেনের অভিযোগ সত্ত্বেও রাশিয়ার সভাপতির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেয়নি যুক্তরাষ্ট্র।

পরিষদের ১৫ সদস্যের প্রত্যেককেরই পালাক্রমে এক মাসের জন্য কাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করার নিয়ম রয়েছে। 

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময়ও সভাপতি ছিল রাশিয়া। রাশিয়ার দায়িত্ব গ্রহণ করার বিষয়টিকে সর্বকালের সবচেয়ে জঘন্য তামাশা বলে অভিহিত করেছে ইউক্রেন।

নিরাপত্তা পরিষদের সভাপতির পদটি প্রতীকী হলেও বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার এ পদে বসাটা অন্যরকম গুরুত্ববহ। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবার নিরাপত্তা পরিষদের সভাপতি এমন একটি দেশ হলো যে দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রেখেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। যদিও এই আদালত জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত নয়।

রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র। পরিষদের অন্য স্থায়ী সদস্যরাষ্ট্রগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন। পাঁচটি রাষ্ট্র স্থায়ীভাবে নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি