ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

ইরান সীমান্ত থেকে আসা জঙ্গি হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২ এপ্রিল ২০২৩

সীমান্তের অপর পার, ইরানের অংশ থেকে আসা একটি “জঙ্গি দল”-এর হামালায় পাকিস্তানের ৪ সেনা সদস্য নিহত হয়েছে। এই সেনা সদস্যরা, দুই দেশের সীমান্তে পরিচালিত নিয়মিত সামরিক টহলে নিয়োজিত ছিলেন।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের কাছাকাছি অবস্থিত বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত কেচ জেলায় এই প্রাণঘাতী আন্তঃসীমান্ত হামলা সংঘটিত হয়েছে।

বিবৃতিতে আরো বিস্তারিত কিছু উল্লেখ না করে জানানো হয়, “ইরানের ভেতরে জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ইরান পক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হচ্ছে; যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়”।

ইসলামাবাদে অবস্থিত ইরানের দূতাবাস এই হামলার নিন্দা করেছে এবং নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী নিরাপত্তা কর্মীদের জঙ্গি হামলায় “শাহাদাৎ বরণে গভীর শোক ও দুঃখ” প্রকাশ করেছেন।

কোনো সংগঠন তাৎক্ষনিকভাবে শনিবারের এই হামলার দায় স্বীকার করেনি। এটা ছিলো এ বছর বেলুচিস্তানে এমন দ্বিতীয় হামলার ঘটনা। সেখানে বালুচ নৃগোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীরা নিয়মিত পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ নামের সংগঠনটি এ অঞ্চলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার দায় নিয়মিত ভাবে নিয়ে থাকে। ইসলামাবাদের কর্মকর্তাদের মতে, এই সংগঠনটি ইরানের সীমান্তের বিভিন্ন জায়গায় অভয়াশ্রম গড়ে তুলেছে। তেহরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইতোমধ্যে বিএলএকে জঙ্গি সংগঠন হিসেবে অভিহিত করেছে।

বালুচ বিদ্রোহীরা বেলুচিস্তানের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে বলে দাবি করে। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ লুঠ করছে এবং বালুচ জনগোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে।পাকিস্তানি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি