ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আত্মসমর্পণ করতে নিউইয়র্কে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ম্যানহাটনের ফৌজদারি আদালতে আত্মসমর্পণ করতে নিউইয়র্কে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। তার এই সফর যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়।

এদিকে, ম্যানহাটনের আদালত প্রাঙ্গণে হাজির হওয়ার পর তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি তার মুখের ছবিও নেওয়া হবে। সুরক্ষার জন্য ট্রাম্পের চারপাশে সিক্রেট সার্ভিস এবং ফেডারেল এজেন্টরা থাকায় তাকে হ্যান্ডকাফ পরানো হবে না।

নিউইয়র্কে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের চারপাশে নিরাপত্তা বেষ্টনি স্থাপিত হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ম্যানহাটনের ফৌজদারি আদালতের কাছের সড়কগুলোও।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি