ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দোষী সাব্যস্ত হলেও নির্বাচনে লড়তে বাধা থাকবে না ট্রাম্পের

আশরাফ শুভ, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ৪ এপ্রিল ২০২৩

ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে বাধা থাকবে না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। দেশটির আইন অনুসারে জেলে থেকেও নির্বাচনী প্রচার এমনকি নির্বাচিত হলে প্রেসিডেন্টের দায়িত্বও পালন করতে পারবেন। এদিকে ট্রাম্প সমর্থকদের বিশ্বাস, নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও প্রেসিডেন্ট হবেন ট্রাম্প। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে ভিন্ন কথা। 

পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দিয়ে যৌন কেলেঙ্কারির তথ্য ধামাচাপা মালায় ৩০ মার্চ অভিযুক্ত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কোনো ফৌজদারি মামলার মুখোমুখি হলেন তিনি। 

তবে ট্রাম্পের  বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে  তার বিস্তারিত এখনো জানায়নি। মার্কিন গণমাধ্যমগুলোর দাবি,  ব্যবসায়িক  জালিয়াতিসহ  অন্তত ৩০টি অভিযোগ আনা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে ৭৬ বছর বয়সী এই রিপাবলিকান নেতার।

আইন বিশ্লেষকদের দাবি এই মামলায় দোষী সাব্যস্ত হলেও তেমন বেকায়দায় পড়তে হবে না ট্রাম্পকে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও কোনো প্রভাব পড়বে না। কারণ মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে কেবল তিনটি শর্ত  নিশ্চিত করতে হয় প্রার্থীদের।  যুক্তরাষ্ট্রের জন্মগত নাগরিক, ৩৫ বছর বয়স এবং এই দেশে  অন্তত ১৪ বছরের বসবাস। যার সবই রয়েছে ট্রাম্পের। 

এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামির নির্বাচনী প্রচার চালানো এবং জেলে বসেও প্রেসিডেন্টের দায়িত্ব পালনের এখতিয়ার রয়েছে মার্কিন আইনে। তবে ট্রাম্পের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই ধরণের অপরাধের দায় মাথায় নিয়ে দলের মনোনয়ন পাওয়া। এছাড়া ভোটে জয়ী হয়ে আসার বিষয়টিতো থাকছেই। এছাড়া দোষী সাব্যস্ত হলে ফ্লোরিডায় তার আসনে নিজের ভোটটি দিতে পারবেন না ট্রাম্প।

তবে সমর্থকদের বিশ্বাস নিজেকে নির্দোষ প্রমান করতে সক্ষম হবে ট্রাম্প। নির্বাচনেও জয়যুক্ত হবেন।  এদিকে মামলা চালানর জন্য সমর্থকদের থেকে অর্থ সংগ্রহ শুরু করেছে ট্রাম্প। তার প্রচার শিবিরের দাবি, ট্রাম্পকে অভিযুক্ত করার ২৪ ঘণ্টার মধ্যে ৪০ লাখ ডলারের বেশি অনুদানের অর্থ জমা হয়েছে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি