ঢাকা, শুক্রবার   ০৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে লাফিয়ে বাড়ছে কোভিড, ২৪ ঘণ্টায় ৬ হাজার শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৮ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৮:৩৮, ৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ভারতে আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় রাজ্যগুলোকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ছয় হাজার ৫০ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।

যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৬ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছিল।

এদিকে করোনা পরীক্ষায় জোর দেয়ার পাশাপাশি হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।  জোর দিতে বলা হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়েও। প্রতিটি হাসপাতালে অক্সিজেনের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ঘনঘন হাত ধুতেও পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়াও আগামী ১০ এবং ১১ এপ্রিল সব হাসপাতালে মহড়ারও নির্দেশ দেয়া হয়েছে। 

গত কয়েক দিন ধরেই ভারতে বৃদ্ধি পাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা।  ভারতের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে দিল্লী ও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। এই দুই রাজ্যে বেশি শনাক্ত হচ্ছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, করোনার নতুন ধরন ‘এক্সবিবি ওয়ান সিক্সটিন’ নতুন করে সংক্রমণ বাড়ার পেছনে দায়ী বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি