ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শীর্ষ বেলুচ বিদ্রোহী কমান্ডারকে গ্রেপ্তার করেছে পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৮ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

শুক্রবার পাকিস্তান ঘোষণা করেছে যে, তাদের গোয়েন্দা কর্মকর্তারা দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী একজন “কট্টর” বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কমান্ডারকে আটক করেছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে আটক ব্যক্তিকে গুলজার ইমাম হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি শাম্ব নামেও পরিচিত। এতে বলা হয়েছে, তিনি তথাকথিত বালুচ ন্যাশনাল আর্মি বা বিএনএ-এর প্রতিষ্ঠাতা এবং নেতা।

নিষিদ্ধ গোষ্ঠীটিকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক নাগরিকদেরকে লক্ষ্যবস্তু করে সংঘটিত ডজন ডজন সন্ত্রাসী হামলার জন্য দায়ী করা হয়েছে।

বিবৃতিতে ইমামের গ্রেপ্তারকে বিএনএ এবং প্রাকৃতিক সম্পদ-সমৃদ্ধ প্রদেশটিতে কর্মরত অন্যান্য বিদ্রোহীদের জন্য একটি “গুরুতর আঘাত” বলে অভিহিত করা হয়েছে।

গত নভেম্বরে বিএনএ নিশ্চিত করে যে, এর প্রধান পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হেফাজতে ছিলেন। কয়েক মাস পর শুক্রবারে এ ঘোষণা আসে।

বেলুচ বিদ্রোহ অধ্যয়নরত বিশ্লেষকরা বলেছেন, ইমাম একজন অভিজ্ঞ বিদ্রোহী কমান্ডার এবং তিনি একটি স্বাধীন বেলুচিস্তানের জন্য লড়াই করা সমস্ত দলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন।

২০২২ সালের গোড়ার দিকে বিদ্রোহী কমান্ডার পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতার উদ্দেশ্যে একটি সহিংস অভিযান সম্প্রসারণের উদ্দেশ্যে তার বিএনএ গঠনের জন্য দুই জঙ্গি গোষ্ঠীকে একীভূত করার ঘোষণা করেছিলেন।

আটক জঙ্গি নেতা প্রদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে পাকিস্তান এবং তার ঘনিষ্ঠ মিত্র চীনের শোষণ এবং তার জাতিগোষ্ঠীগত বেলুচ জনগণের উপর বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে গণমাধ্যমে বিবৃতি জারি করেছেন।

বেইজিং বেলুচিস্তান এবং দেশের বাকি অংশে শত কোটি ডলার বিনিয়োগ করেছে, ইসলামাবাদকে চীনের গ্লোবাল বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনে রাস্তা, বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য অবকাঠ্যামো নির্মাণে সহায়তা করেছে।

পাকিস্তানি কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বলে বিদ্রোহী গোষ্ঠীগুলো চির প্রতিদ্বন্দ্বী ভারতের সমর্থনে দেশকে অস্থিতিশীল করার জন্য সহিংসতা চালাচ্ছে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি