ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজনীতি ছাড়লেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৮ এপ্রিল ২০২৩

রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সেইসঙ্গে নেতৃত্বের ভূমিকার পথে মাতৃত্বকে বাধা হিসেবে না দেখার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ওয়েলিংটনে গত বুধবার পার্লামেন্টে সমাপনী ভাষণে তিনি এ কথা জানান। ৪২ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জেনেছি যে আমিই হতে পারতাম সেরা মা। আপনি সেই ব্যক্তি হতে পারেন এবং পার্লামেন্টে আসতে পারেন।’

২০১৭ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন জেসিন্ডা। ২০১৮ সালে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দেন তিনি। জেসিন্ডা দ্বিতীয় কোনো বিশ্বনেতা, যিনি দায়িত্বরত অবস্থায় মা হন। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দায়িত্বরত অবস্থায় সন্তান জন্ম দিয়েছিলেন।

দৃঢ় নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী প্রশংসিত জেসিন্ডা। গত জানুয়ারিতে তার পদত্যাগের ধাক্কা আসে। তিনি একজন সংকট মুহূর্তে ব্যবস্থাপক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন যিনি তার পাঁচ বছরের প্রিমিয়ার শিপ চলাকালীন তার দেশকে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দিনের মধ্য দিয়ে নেতৃত্ব দেন। এর মধ্যে ২০১৯ সালে দুটি মসজিদে ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা যা ৫১ জন মুসল্লিকে হত্যা করেছিল, সেই বছরেই একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ২২ জন মারা যান। সেই সঙ্গে যুক্ত হয় করোনা মহামারির ধাক্কা।

সূত্র: ব্লুমবার্গ
এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি