ইরান সফরে সৌদি প্রতিনিধি দল
প্রকাশিত : ০৮:৩৫, ৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৯:০০, ৯ এপ্রিল ২০২৩
সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী
দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে ইরান সফরে গেলেন সৌদি আরবের প্রতিনিধি দল। আবারও কূটনৈতিক মিশন চালু করার পরিকল্পনা করছে দুই দেশ।
ইরানে প্রতিনিধি দল পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরান ও সৌদি আরবের মধ্যে এই সম্পর্ক পুনরুদ্ধারে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে চীন। চীনের মধ্যস্থতায় চলতি বছরের ১০ মার্চ প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রাজি হয় দুই দেশ।
এর আগে, বেইজিংয়েও আলোচনায় বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সৌদির প্রতিনিধি দল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল প্রধানের সাথে সে বিষয়ে আলোচনা করতেই দেখা করেছে।
এএইচ
আরও পড়ুন