ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

নাইজেরিয়ার বন্দুকধারীর হামলায় ৮০জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ৯ এপ্রিল ২০২৩ | আপডেট: ১১:০৯, ৯ এপ্রিল ২০২৩

উত্তর-মধ্য নাইজেরিয়ার একটি গ্রামে পৃথক দুটি বন্দুকধারীর হামলায় অন্তত ৮০জন নিহত হয়েছে।

বেনু রাজ্যের পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, হামলাকারীরা একটি বাজারে গুলি চালিয়েছিল।

তবে হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যদিও পুলিশের ধারণা দুটি হামলার ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত।

তাদের ধারণা, উত্তর-মধ্য নাইজেরিয়ায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে কৃষকদের সঙ্গে যেসব সংঘর্ষ ঘটে, এটিও তার অংশ হতে পারে।

তবে, হামলার সাথে বোকো হারাম সংগঠনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন অনেকে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি