ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফের বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম চালু করলো ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১১ এপ্রিল ২০২৩

যুদ্ধে বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ রপ্তানি কার্যক্রম ছয় মাস পর আবারো চালু করেছে ইউক্রেন। 

সংবাদমাধ্যমগুলো জানায়, বিদ্যুৎ রপ্তানির সক্ষমতা ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোগুলো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইউক্রেন। 

তবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কারে বিপুল অর্থও দরকার বলে জানিয়েছে জেলেনস্কি প্রশাসন। 

দেশটির বিদ্যুৎ নেটওয়ার্কের অপারেটর ইউক্রেনারগো এখনও কেন্দ্রগুলোতে রুশ আক্রমণের আশঙ্কা থেকে বের হতে পারছে না। তারা বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়া তাদের কেন্দ্রগুলোতে ১ হাজার ২শ’টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

রাশিয়া গত অক্টোবরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে দীর্ঘ আক্রমণ শুরু করে। এতে দেশটির অনেক অঞ্চলে ব্ল্যাকআউট হয়ে যায়। শীতকালে রাশিয়ার আক্রমণ শহরগুলোকে অন্ধকারে ফেলে দেয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি