ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানে জঙ্গি হামলায় ৪ পুলিশ সদস্য নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৮, ১১ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:৫০, ১১ এপ্রিল ২০২৩

পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর কয়েক ঘন্টা আগে এ প্রদেশের রাজধানীতে বোমা বিস্ফোরণে চারজন নিহত হন।

মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে বলা হয়েছে, কুচলাকে পাকিস্তান তালেবান জঙ্গিরা ভোরে টহলরত পুলিশদের লক্ষ্য করে হামলা চালায়।

স্থানীয় সিনিয়র পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জুহাইব বলেছেন, পুলিশ দলকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায় এতে চার পুলিশ নিহত হয়। পুলিশের পাল্টা গুলিতে এক জঙ্গিও প্রাণ হারিয়েছে।

দেশটির সন্ত্রাস দমন বিভাগের কর্মকর্তা আইজাজ গোরাইয়া বলেছেন, এসব জঙ্গি তেহেরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্য। এরা আফগান তালেবান থেকে পৃথক। কিন্তু উভয়গ্রুপ আদর্শগতভাবে এক।

এদিকে সোমবার কোয়েটায় মোটরসাইকেল বোমা বিস্ফোরণে দুই পুলিশ ও দুই বেসামরিক লোক নিহত হয়েছেন।
বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি